ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে অগ্নিকাণ্ডে দগ্ধ ২, পুড়ে গেছে ৩৭ দোকান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
নোয়াখালীতে অগ্নিকাণ্ডে দগ্ধ ২, পুড়ে গেছে ৩৭ দোকান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর ও দ্বীপ উপজেলার হাতিয়ায় পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩৭টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে।



এতে দোকানগুলোতে থাকা মূল্যবান মালামাল পুড়ে দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ও বিকেলের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আহতরা হলেন, সুবর্ণচর উপজেলার পূর্বচরবাটা গ্রামের বেলাল উদ্দিন ও হেলাল উদ্দিন।

স্থানীয়রা লোকজন ও ক্ষতিগস্তরা জানায়, বিকেল ৫টার দিকে সুবর্ণচর উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের শান্তিরহাট বাজারের দক্ষিণ গলির বেলাল উদ্দিনের ওয়ার্কশপে একটি মোটরসাইকেল মেরামত করার সময় মোটরসাইকেলের তেলের টাংকিতে আগুন ধরে বিস্ফোরণ ঘটে দোকানে আগুন লেগে যায়।

একপর্যায়ে আগুন চারপাশে ছড়িয়ে পড়লে কাপড়, মুদি, চা, ওষুধসহ ২০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

এ সময় দুই দোকানের মালিক বেলাল উদ্দিন ও হেলাল উদ্দিন মালামাল সরিয়ে নিতে গিয়ে অগ্নিদগ্ধ হন। আহতদের উদ্ধার করে চরজব্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হারুন অর রশীদ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

অপরদিকে, সকাল ৮টার দিকে দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং ইউনিয়নের চরকৈলাশ গ্রামের খাসেরহাট বাজারের ফকির আহম্মদ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ওষুধ, কাপড়, ইলেক্ট্রনিক্স, কম্পিউটার ও মোবাইল দোকানসহ ১৭টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এতে এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

হাতিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মার্কেটের মালিক থানায় একটি জিডি করেছেন।

বাংলাদেশ সময়: ২৩১৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।