ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সাটুরিয়ায় ট্রাকচাপায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
সাটুরিয়ায় ট্রাকচাপায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত ছবি: প্রতীকী

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিংগি বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের চাপায় আব্দুল লতিফ খান (৬০) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।

সোমবার (১৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



নিহত লতিফের বাড়ি উপজেলার ধানকোড়া এলাকায়।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, সকালে নয়াডিংগি বাসস্ট্যান্ডের কাছে অবসরপ্রাপ্ত ওই পুলিশ সদস্য হাঁটছিলেন। এসময় দ্রুত গতির মাটিভর্তি একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপর ট্রাকসহ চালককে আটক করা হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।