ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে ৫ জেএমবি সদস্যের ১০ বছর করে জেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
রাঙামাটিতে ৫ জেএমবি সদস্যের ১০ বছর করে জেল

রাঙামাটি: ২০০৫ সালে দেশব্যাপী বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় পাঁচ জেমএবি সদস্যকে দশ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন রাঙামাটি জজ আদালত। পাশাপাশি তাদের তিন হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।



কারাদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- ওবায়দুর রহমান, আরিফুল ইসলাম, আব্দুল হাফিজ, মো. আইয়ুব আলী ও জাবেদ ইকবাল। একই মামলায় মো. রুহুল আমিন নামে একজনকে খালাস দিয়েছের আদালত।

অপরাধ প্রমাণ হওয়ায় সোমবার (১৮ জানুয়ারি) সকালে যুগ্ম জেলা দায়রা জজ আজিজুল হক এই রায় দেন।

আদালত সূত্র জানায়, ১৯০৮ সালের বিস্ফোরক আইন তিন এর ছয় ধারায় তাদের সাজা দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় আসামিরা এজলাসে উপস্থিত ছিলেন। পরে তাদের রাঙামাটি জেলা কারাগারে নেওয়া হয়।

এর আগে ২০০৫ সালের ১৭ আগস্ট রাঙামাটির কোতোয়ালি থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল পুলিশ। তদন্ত শেষে এই ছয়জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়।

২০০৫ সালে সারাদেশে সিরিজ বোমা হামলার সময় রাঙামাটি শহরের বনরূপা, কোর্টবিল্ডিং ও রিজার্ভ বাজারে বোমা হামলা চালান আসামিরা। এসময় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও একটি শিশু আহত হয়।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এসআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।