ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ডিএসসিসি কর্মচারীদের তিন দিনের আল্টিমেটাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
ডিএসসিসি কর্মচারীদের তিন দিনের আল্টিমেটাম

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্ন পরিদর্শক বিকাশ চন্দ্র দাসসহ অন্য কর্মচারীদের ওপর হামলাকারীদের বিচারে তিনদিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে।
 
সোমবার (১৮ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতারা এ আল্টিমেটাম দেন।


 
সংগঠনের আহ্বায়ক আত্তার হোসেন দেওয়ান বলেন, পুলিশ বিকাশ চন্দ্র দাসের আগে প্রকৌশলী আব্দুল মাজেদসহ বিদ্যুৎ বিভাগের কর্মচারীদের ওপর বারবার হামলা করেছে। বিচার নিয়ে টালবাহানা করেছে সরকার।
 
তিনি বলেন, হামলীকারী পুলিশ কর্মকর্তাদের আগামী তিনদিনের মধ্যে চাকরি থেকে বহিস্কার, গ্রেফতার ও শাস্তি প্রদান করতে হবে।

না করলে ডিএসসিসি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে লাগাতার কর্মবিরতি, ময়লা অপসারণ বন্ধ, রাস্তার বাতি প্রজ্বলন বন্ধ ও থানা ঘেরাও করার হুঁশিয়ারি দেন তিনি।
 
মানববন্ধনে ডিএসসিসি শ্রমিক কর্মচারী লীগের সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম, সদস্য সচিব আবদুল লতিফ প্রমুখ বক্তব্য রাখেন।
 
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
আরইউ/এসএ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।