ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
ঝিনাইদহে কম্বল বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নে অসহায়-দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ২ জাহার কম্বল বিতরণ করা হয়।



ইউনিয়নের চেয়ারম্যন রবিউল ইসলাম রবি’র ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার সহধর্মীনি জেসমিন আরা চুমকি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু জাফর, যুবলীগের সাধারণ সম্পাদক তুহিন বিশ্বাস, ইউপি সদস্য জলি খাতুন, জাহানার বেগম, বিল্লাল হোসেন, হানিফ মিয়া, আজিজুর রহমান, মোফাজ্জেল হোসেন, সেকেন্দার আলী, মসলেম উদ্দিন, আমির আলী, নায়েব আলী, সাজেদুর রহমান, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সিদ্ধেশরী মন্দিরের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার, মানবাধিকার কর্মী এবিএম মোস্তাফিজুর রহমান, আহসান কবীর প্রমুখ।

চেয়ারম্যন রবিউল ইসলাম রবি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় মানুষের পাশে আছে, থাকবে। দেশের এ উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে আওয়ামী লীগের পতাকা তলে ঐক্য বদ্ধ হতে হবে। সেই সঙ্গে তার হাতকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায় থেকে সাহায্য করতে হবে।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।