ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
বদরগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ছবি: প্রতীকী

রংপুর: রংপুরের বদরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও তার ছোট ভাইয়ের বউ পেয়ারি বেগম গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে পৌর শহরের এরশাদ ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



আহত পেয়ারি বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পেয়ারি বেগমের দাদি মারা যাওয়ায় খবর পেয়ে তারা রংপুর থেকে বদরগঞ্জ আসছিলেন। পথে  সকাল ১১টার দিকে পৌর শহরের এরশাদ ব্রিজ সংলগ্ন এলাকায় বদরগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাক (যশোর ট-১১০৯০৩) সামনে থেকে তাদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই রফিকুল ইসলাম মারা যান এবং পেয়ারি বেগম গুরুতর আহত হন। আহত পেয়ারিকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রফিকুল ইসলাম রংপুর নগরীর কামারপাড়া মহল্লার বাসিন্দা।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. ইসতিয়াক মাহমুদ জানান, পেয়ারি বেগমের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।