ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে ভটভটির ধাক্কায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
শিবগঞ্জে ভটভটির ধাক্কায় শিশু নিহত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের বনকুল গ্রামে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির ধাক্কায় রায়হান (৩) নামে  একটি শিশু নিহত হয়েছে।

নিহত রায়হান একই গ্রামের বদিউর রহমানের ছেলে।



বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মনাকষা-শিবগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম ময়নুল ইসলাম জানান, বিকেলে রায়হান বাড়ির কাছে রাস্তায় দাঁড়িয়েছিল। এসময় শিবগঞ্জগামী একটি ভটভটি শিশুটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।