ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

তাঁতীরা বারবার বঞ্চনার শিকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
তাঁতীরা বারবার বঞ্চনার শিকার বস্ত্র ও পাটমন্ত্রী মুহাম্মদ ইমাজউদ্দিন প্রামাণিক

ঢাকা: দেশের তাঁতী সমাজ বারবার বঞ্চনার শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী মুহাম্মদ ইমাজউদ্দিন প্রামাণিক।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেল পাঁচটায় জাতীয় প্রেসক্লাবে মিরপুর ভাসানটেক বেনারশি তাঁতী পল্লী বাস্তবায়ন সমিতি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।



তিনি বলেন, দেশের তাঁতী সমাজ বারবার বঞ্চনার শিকার হয়েছেন। বঙ্গবন্ধু আপনাদের জন্য কাজ করতে চেয়েছিলেন। কিন্তু তা আর হয়ে ওঠেনি। বঙ্গবন্ধু কন্যাও দেশকে ভালোবাসেন। তার সিদ্ধান্ত জনমুখী। আমরা সবাই একসঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাবো।

এ সময় সংগঠনটির পক্ষ থেকে বেনারশি তাঁতী পল্লী বাস্তবায়ন করার দাবি জানানো হয়।

মুন্সীগঞ্জের নিমতলীতে ১শ একর জায়গা বরাদ্দ দেওয়ার বিষয়ে সরকারের কাছে অনুরোধ করেন সংগঠনটির নেতারা।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী আব্দুস সাত্তার।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাজ হারুন উর রশীদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবুল কালাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
ইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।