ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বর্ষবরণে নারী লাঞ্ছনা: দুই দিনের রিমান্ডে কামাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
বর্ষবরণে নারী লাঞ্ছনা: দুই দিনের রিমান্ডে কামাল ছবি : প্রতীকী

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পহেলা বৈশাখে নারী লাঞ্ছনার ঘটনায় গ্রেফতার কামালের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দীপক কুমার দাসের করা ৭ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুদ এ রিমান্ড মঞ্জুর করেন।



গত বছর ১৪ এপ্রিল পহেলা বৈশাখ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েকজন নারীকে যৌন হয়রানির ঘটনায় এ মামলা দায়ের করা হয়েছিলো।

মামলাটির তদন্তে আট আসামিকে শনাক্তও করে পুলিশ। তাদের ধরিয়ে দিতে এক লাখ টাকা করে পুরস্কারও ঘোষণা করা হয়। কিন্তু আসামিদের নাম-ঠিকানা না পাওয়ায় গত বছর ২২ ডিসেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে ডিবি পুলিশ। আসামি গ্রেফতার হওয়ায় নতুন করে মামলাটি শুরু হলো।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এমআই/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।