ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দেশে হিজড়া জনগোষ্ঠী ৯ হাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
দেশে হিজড়া জনগোষ্ঠী ৯ হাজার

জাতীয় সংসদ ভবন থেকে: দেশে তৃতীয় লিঙ্গের হিজড়া জনগোষ্ঠীর সংখ্যা ৯ হাজার ৩৭৯ জন। একইসঙ্গে হরিজন সম্প্রদায়ের সংখ্যা ১২ লাখ ৮৫ হাজার ১ জন বলে সংসদে জানিয়েছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন।



২০১৫-১৬ অর্থবছরে সর্বশেষ জরিপ অনুযায়ী এ তথ্য দেন তিনি।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে সরকারদলীয় সদস্য মো. ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, প্রতিবন্ধী ব্যক্তি শনাক্তকরণ জরিপ কর্মসূচির মাধ্যমে গত ১৯ জানুয়ারি পর্যন্ত ১৪ লাখ ৮৮ হাজার ৮ জন প্রতিবন্ধী ব্যক্তিকে ডাক্তার শনাক্ত করেছেন। একইসঙ্গে তাদের সফটওয়্যারে সন্নিবেশিত করা হয়েছে।

বেগম উম্মে রাজিয়া কাজলের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সহযোগিতায় সরকারের পাশাপাশি দেশের শিল্পপতি, বিত্তবানদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়েছে।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে ঢাকা শহরের অন্য এলাকাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হবে। পাশাপাশি সারাদেশে এ কর্মসূচির আওতা বাড়ানো হবে।

চট্টগ্রাম-১১ আসনের এম আব্দুল লতিফের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকা শহরকে ভিক্ষুকমুক্ত করার লক্ষ্যে ‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ শীর্ষক কর্মসূচি বাস্তবায়ন হবে।

তিনি আরও জানান, এ কর্মসূচির আওতায় ঢাকা মহানগরীর ১০টি জোনে ১০ হাজার ভিক্ষুকের উপর জরিপ কাজ পরিচালনা করা হয়েছে। জরিপকৃতদের মধ্যে ২ হাজার জনকে পুনর্বাসনের জন্য নির্ধারণ করা হয়েছে। পাইলটিং প্রজেক্ট হিসেবে ময়মনসিংহ জেলায় ৩৭ জন ও জামালপুর জেলায় ২৯ জনকে রিকশা, ভ্যান ও ক্ষুদ্র ব্যবসার পুঁজি দেওয়ার মাধ্যমে পুনর্বাসন করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, পরবর্তীতে পাইলটিংয়ের ফলাফলের ভিত্তিতে কর্মসূচির বাস্তবায়ন প্রক্রিয়ার পরিবর্তন আনা হয়েছে। এক্ষেত্রে ঢাকা শহরের বিমানবন্দর, হোটেল সোনারগাঁও, হোটেল রূপসী বাংলা, হোটেল রেডিসন, বেইলি রোড, কূটনৈতিক জোন ও দূতাবাস এলাকাগুলোকে প্রাথমিকভাবে ভিক্ষাবৃত্তিমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এসএম/এএ

** এমপিও শিক্ষকদের অবসর আবেদন নিষ্পত্তিতে চাই ১৮শ’ কোটি
** লুই আই কানের নকশা সংগ্রহ প্রক্রিয়াধীন
** দেশে শিক্ষার হার ৬১ শতাংশ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।