ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু ছবি: প্রতীকী

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় রড বোঝাই লরির চাপায় জাহানারা (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।



নিহত জাহানারা উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর গ্রামের মৃত ওয়াজেদ আলীর স্ত্রী।
   
হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) অজয় কুমার দে বাংলানিউজকে জানান, দুপুরে মির্জাপুর বাজার থেকে বাড়ির উদ্দেশে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক পার হচ্ছিলেন জাহানারা। এসময় রড বোঝাই একটি লরি তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা কুমুদিনী হাসপাতালে ভর্তি করলে বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

এঘটনায় ওই যানটি আটক করলেও চালক পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।