ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কালকিনিতে ভাতিজার হামলায় চাচা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
কালকিনিতে ভাতিজার হামলায় চাচা খুন

মাদারীপুর: মাদারীপুরের কালকিনি পৌরসভার উত্তর রাজদী এলাকায় ভাতিজাদের হামলায় ওহাব হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।



স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, উত্তর রাজদী এলাকার মৃত মোসলেম হাওলাদারের ছেলে ওহাব হাওলাদারের সঙ্গে জমি নিয়ে তার ভাই সামসুল হক হাওলাদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

ওই বিরোধের জের ধরে দুপুরে ওহাবের সঙ্গে তার ভাতিজা লিটন ও সোহেলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা চাচা ওহাবের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করলে ওহাব গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ইদ্রিস আলী জানান, রাতে বরিশাল মেডিকেলে ওহাবের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।