ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় কমিউনিটি পুলিশ সদস্য হূমায়‍ুন আহমেদ (৫৩) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাতে যাত্রাবাড়ীর গুলিস্তান হানিফ ফ্লাইওভার ঢাল সংলগ্ন বন্ধন বাস কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।



নিহত হূমায়‍ুনের সহকর্মী খলিল বাংলানিউজকে জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় হূমায়‍ুনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হূমায়‍ুন যাত্রাবাড়ীর গোলাপবাগের একটি বাসায় (হাউজ নং- ৫/১) থাকতেন। তার গ্রামের বাড়ি ঢাকার সাভারে।

নিহতের মৃতদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলেও জানান ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) সেন্টু চন্দ্র দাস।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এজেডএস/আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।