ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
সাভারে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সাভারের জিংন বাংলা ফেবিক্স নামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সিঅ্যান্ডবি-জিরাবো এলাকায় সড়ক অবরোধ করেছেন।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় সাভারের কলমা এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করা হয়।

এ সময় প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধ থাকার কারণে ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গত দুই মাস ধরে তারা বকেয়া বেতনের দাবিতে কয়েকবার কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা বাধ্য হয়ে সড়ক অবরোধে নেমেছেন।

এ সময় কারখানার কয়েকটি চেয়ার ও জানালার কাচ ভাঙচুর করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। খবর পেয়ে সাভার শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে, অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্তি শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।