ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলো বাবা-মা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলো বাবা-মা

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নারায়ণপুর নাড়িয়া এলাকায় লুৎফর রহমান (৩৮) নামের এক মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিয়েছে তার বাবা-মা।

পরে পুলিশ তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেন।



বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

চিরিরন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান,  মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ট হয়ে তাকে পুলিশে সোপর্দ করে বাবা-মা। পরে তাকে চিরিরবন্দর উপজেলা কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফিরোজ মাহমুদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেন।

রাতে চিরিরবন্দর থানা পুলিশ লুৎফরকে দিনাজপুর জেলা কারাগারে পাঠিয়েছে বলে জানান ওসি আনিসুর রহমান।

বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।