ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আনসার প্লাটুন কমান্ডার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আনসার প্লাটুন কমান্ডার নিহত

ঝিনাইদহ: ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কে মোটরসাইকলের ধাক্কায় আনসার প্লাটুন কমান্ডার এস এম জাহাঙ্গীর (৫৫) নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল পৌনে ৮টার ঝিনাইদহ আনসার ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।



ঝিনাইদাহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, আনসার প্লাটুন কমান্ডার জাহাঙ্গীর প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হয়েছিল। সকাল পৌনে ৮টার দিকে আনসার ক্যাম্পের সামনে একটি মোটরসাইকেল তাকে পেছন থেকে ধাক্কা দেয়।

এ সময় স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।