ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

লৌহজংয়ে বাসচাপায় নারী নিহত

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
লৌহজংয়ে বাসচাপায় নারী নিহত

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ এলাকায় বাসচাপায় রিকশা আরোহী অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশার চালকও আহত হন।



শুক্রবার (২৯ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় উত্তেজিত জনতা একঘণ্টার ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে রাখে।

লৌহজং সার্কেল এএসপি শামছুজ্জামান বাবু বাংলানিউজকে জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। তবে ঘটনার সঙ্গে সম্পৃক্ত বাসটি শনাক্ত করা সম্ভব হয়নি এবং ওই নারীর নামপরিচয় এখনো পাওয়া যায়নি।

বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
এসএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।