ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্র নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
সিলেটে সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্র নিহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় মাদরাসার এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ দুর্ঘনায় আরও চার শিক্ষার্থী আহত হন।



শনিবার (৩০ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে সিলেট-তামাবিল সড়কে গোয়াইনঘাট উপজেলার বাগেরসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তামাবিল হাইওয়ে পুলিশের সার্জেন্ট মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, সিলেট থেকে তামাবিলমুখী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্টো- চ- ০২-২৮১৫) ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশ্ববর্তী একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলে মারা যান অজ্ঞাত যুবক (২২)। দুর্ঘটনায় চালকসহ অপর তিন আরোহী আহত হয়েছেন।

হতাহতরা সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ভার্তখলা মাদরাসার ছাত্র। হতাহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান সার্জেন্ট মিজান।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, জানয়ারি ৩০, ২০১৬
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।