ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সাবেক এমপি মজিবরের মৃত্যুতে স্পিকার-ডেপুটি স্পিকারের শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
সাবেক এমপি মজিবরের মৃত্যুতে স্পিকার-ডেপুটি স্পিকারের শোক মো. মজিবর রহমান

ঢাকা: সাবেক সংসদ সংসদ মো. মজিবর রহমানের মৃত্যুতে  জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।

একই সঙ্গে শোক জানিয়েছেন সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভকেট মো. ফজলে রাব্বী মিয়া।


 
শনিবার (৩০ জানুয়ারি) জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো পৃথক বাণীতে এ শোক জানান তারা।

বাণীতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, গণমানুষের নেতা হিসেবে মো. মজিবর রহমান আজীবন জনকল্যাণে কাজ করে গেছেন।

‘তার মৃত্যুতে দেশ ও জাতি একজন দেশপ্রেমিক নেতা ও সমাজ সেবককে হারালো। এলাকার উন্নয়নে তার অবদান লালমনিরহাটবাসী আজীবন স্মরণ করবে। ’
 
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
 
এদিকে ডেপুটি স্পিকার তার বাণীতে বলেন, রাজনীতিবিদ হিসেবে মজিবর রহমান ছিলেন সবার কাছে অত্যন্ত প্রিয়। তার মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা অপূরণীয়।
 
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের সাবেক এমপি মজিবরের মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজও।
 
এর আগে শনিবার সকালে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন মজিবর রহমান। ম‍ৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এসএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।