ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

চকরিয়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে চালক নিহত

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
চকরিয়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে চালক নিহত

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত হয়েছেন মাইক্রোবাস চালক রানা পাল (২০)। এতে মাইক্রোবাসে থাকা আরও ৫জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।



শনিবার সকাল ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা পাগলির বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও পালপাড়া এলাকার রতন পালের ছেলে।

মালুমঘাট হাইওয়ে পুলিশের এসআই মো. জামাল হোসেন বাংলানিউজকে জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি আটক করা হয়েছে। আহতদের মালুমঘাট মেমোরিয়াল খ্রীস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
টিটি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।