ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে কলেজ ছাত্র মুহতাসিম হত্যার বিচার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
ময়মনসিংহে কলেজ ছাত্র মুহতাসিম হত্যার বিচার দাবি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের ছাত্র মুহতাসিম বিল্লাহ শাকিল (১৮) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন করেছে কলেজটির শিক্ষক-শিক্ষর্থীরা।

শনিবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় নগরীর টাউন হল সংলগ্ন কলেজের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

 

মানববন্ধনে বক্তারা বলেন, ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও মুহতাসিম হত্যায় জড়িতদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এটা খুবই দুঃখজনক।

কলেজের অধ্যক্ষ এ কে এম আব্দুর রফিক খুনিদের গ্রেফতার দাবিতে প্রশাসনকে ৭২ ঘণ্টার সময় বেঁধে দেন।

মানববন্ধন-সমাবেশে কলেজের অধ্যক্ষ ছাড়াও সহকারী অধ্যাপক মফিজুন নূর খোকা, শিক্ষক প্রতিনিধি এ কে এম দেলোয়ার হোসেন মুকুল, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এনায়েতুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

গত ২৮ জানুয়ারি বিকেলে স্থানীয় রয়েল মিডিয়া কলেজের কয়েকজন বন্ধু মুহতাসিমকে ডেকে নিয়ে যায়। পরে কলেজ রোড এলাকায় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।

সেখান থেকে উদ্ধার করে গুরুতর অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন মুহতাসিম মারা যান।

এদিকে সহপাঠীর সঙ্গে প্রেমঘটিত কারণেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি করছে কোতয়ালি মডেল থানার পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।