ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে শিক্ষার্থীদের মাদকবিরোধী মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
বরিশালে শিক্ষার্থীদের মাদকবিরোধী মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: ‘আসুন আমরা মাদকমুক্ত অর্থবহ জীবন, সমাজ ও সত্ত্বার বিকাশ নিশ্চিত করি’ স্লোগানে বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মাদকবিরোধী মানববন্ধন করেছে।

মাদকবিরোধী অভিযান ও প্রচারণা মাস উপলক্ষে শনিবার (৩০ জানুয়ারি) বরিশালে এ কর্মসূচি পালন করা হয়।



সকাল সাড়ে ৯টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি)  অস্থায়ী ক্যাম্পাসের সামনে এ মানববন্ধন কর্মসূচির উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বরিশাল জেলা প্রশাসন, জেলা শিক্ষা অফিস ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বরিশালের বিভাগীয় কমিশনার মো. গাউস, জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু প্রমুখ।

এছাড়া শহরের বিভিন্ন স্কুল ও কলেজের সামনে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।