ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শিবালয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
শিবালয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার ছবি: প্রতীকী

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলায় চায়না বেগম (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
শনিবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার মহাদেবপুর ইউনিয়নের রামনগর গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


 
নিহত চায়না রামনগর গ্রামের তৈরি পোশাক কর্মী আরিফ হোসেনের স্ত্রী। তিনি পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার চর খলশী গ্রামের আকতার প্রধানের মেয়ে।  
 
নিহত চায়নার বাবা আকতার প্রধান বাংলানিউজকে জানান, শুক্রবার সন্ধ্যায় তার আরেক মেয়ে রুমার মাধ্যমে তিনি জানতে পারেন, চায়না গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ওই রাতেই তারা ছুটে যান চায়নার শ্বশুর বাড়িতে। সেখানে চায়নাকে উঠানে শুইয়ে রাখা অবস্থায় দেখতে পান তিনি। এ সময় তার স্বামী ও শ্বশুর বাড়িতে ছিলেন না।  
 
শ্বশুর বাড়ির লোকজন চায়নাকে হত্যা করে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।
 
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বাংলানিউজকে বলেন, এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে, ময়নাতদন্ত শেষে জানা যাবে, এটি হত্যা না আত্মহত্যা।
 
বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।