ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বাল্যবিয়ে ও মাদকমুক্ত নীলফামারী গড়তে সংলাপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
বাল্যবিয়ে ও মাদকমুক্ত নীলফামারী গড়তে সংলাপ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: বাল্যবিয়ে, যৌতুক ও মাদকমুক্ত  নীলফামারী ঘোষণার লক্ষে উন্মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) সকালে শহরের শহীদ মিনার চত্বরে এ সংলাপ অনুষ্ঠিত হয়।



সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, ব্যবসায়ী, ইমাম, সাংবাদিক, নিকাহ রেজিস্ট্রার, আইনজীবী, শিক্ষক, এনজিওকর্মী, নারী উন্নয়নকর্মী, গ্রাম পুলিশ, ক্রীড়া প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সংলাপে বাল্যবিয়ে ও মাদকের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। পরে এ কর্মসূচির মূল উদ্যোক্তা
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাবেত আলী জানান, চলতি বছরের মার্চ মাসের মধ্যে সদর উপজেলাকে বাল্যবিয়েমুক্ত হিসেবে ঘোষণা করা হবে।

তিনি জানান, গেল বছরের ফেব্রুয়ারিতে সদরের পলাশবাড়ি ও লক্ষ্মীচাপ ইউনিয়নকে বাল্যবিয়েমুক্ত ঘোষণা করা হয়।

উন্মুক্ত সংলাপে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, সিভিল সার্জন আব্দুর রশিদ, চেম্বার অব কমার্স সভাপতি সফিকুল আলম ডাবলু, বার সমিতির সাধারণ সম্পাদক আবু সোয়েম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, নারী ফোরাম সভাপতি আরিফা সুলতানা লাভলী, আরডিআরএসের সমন্বয়কারী আমিনুর রহমান, বিএমএ সভাপতি মমতাজুল ইসলাম মিন্টু, স্বাচিপ সেক্রেটারি মজিবুল হাসান চৌধুরী শাহিন, চেয়ারম্যান সমিতির হাফিজুর রশিদ মঞ্জু, অধ্যক্ষ সুলতান আলী, জেলা রেজিস্ট্রার আব্দুস সালাম, সিপিবি সভাপতি শ্রীদাম দাস ও নীলফামারী বড় মসজিদের ইমাম খন্দকার আশরাফুল আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।