ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নবীনগরে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
নবীনগরে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের সব মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সাবেক ছাত্রনেতা জহির রায়হানের উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়।

এ উপলক্ষে স্থানীয় বাইশমৌজা বাজারে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়।

বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেনের সঞ্চালনায় অনু্ষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মাস্টার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হারুন-অর-রশিদ।

বিশেষ অতিথি ছিলেন নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. আবু কাউছার, আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা শাখার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট বশির আহমেদ খাঁন ও বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হোসেন সরকার প্রমুখ।

সেখানে বক্তব্য রাখেন- বীরগাঁও ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোতাহার হোসেন খাঁন, বীরগাঁও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ আল শাহজাদা,  নবীনগর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এম. নাঈমুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।