ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীবরদীতে অটোরিকশা চাপায় স্কুলছাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
শ্রীবরদীতে অটোরিকশা চাপায় স্কুলছাত্রী নিহত

শেরপুর: শেরপুরের শ্রীবরদী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার চাপায় যুথি আক্তার (৮) নামে এক স্কুলচাত্রী নিহত হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার ইন্দিলপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



যুথি উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের ইন্দিলপুর গ্রামের মো. জমর উদ্দিনের মেয়ে ও ইন্দিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে যুথি শেরপুর-শ্রীবরদী সড়কের ইন্দিলপুর বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিল। এ সময়  শেরপুর থেকে শ্রীবরদীগামী একটি অটোরিকশা তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, ঘটনার পর বিক্ষুব্ধ জনতা চালকের শাস্তির দাবিতে প্রায় এক ঘণ্টা শেরপুর-শ্রীবরদী সড়ক অবরোধ করে রাখে। পরে শ্রীবরদী থানা পুলিশ এসে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।