ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের ধর্মঘট স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের ধর্মঘট স্থগিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলার প্রতিবাদে ডাকা ধর্মঘট স্থগিত করেছেন চিকিৎসকরা। রোববার (৩১ জানুয়ারি) সকাল থেকে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা দেবেন তারা।



শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মোখলেছুর রহমান বাংলানিউজকে বলেন, আগামী শনিবার পর্যন্ত ধর্মঘট আপাতত স্থগিত করা হয়েছে।

বিএমএ-এর ঊর্ধ্বতন নেতাদের নিয়ে আগামী শনিবার (৬ ফেব্রুয়ারি) ফের বৈঠকে হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে সব বিষয় চ‍ূড়ান্ত হবে।

বৈঠকে ডা. মোখলেছুর রহমান ছাড়াও হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান ও স্থানীয় সংসদ সদস্য (এমপি) হাবিবর রহমানের পিএস কোরবানী মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বাংলানিউজকে বলেন, হামলার ঘটনায় জড়িতদের ধরতে চেষ্টা চলছে।

এর আগে ২৭ জানুয়ারি রোগীদের খাবার সরবরাহের ঠিকাদারী কাজ না পেয়ে হাসপাতালে হামলা চালায় সন্ত্রাসীরা। হামলার নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নূরে আলম সানী।

এ সময় হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মামুনুর রশীদ ও হিসাবরক্ষণ কর্মকর্তা রফিকুল ইসলামকে ব্যাপক মারধর করা হয়।

পরবর্তীতে এ ঘটনায় ডা. মোখলেছুর রহমান বাদী নূরে আলম সানি, তার বাবা সাজু মিয়াকে আসামি করে শেরপুর থানায় একটি মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এমবিএইচ/জেডএফ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।