ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জের রাইফেল ক্লাবে পিঠা মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
নারায়ণগঞ্জের রাইফেল ক্লাবে পিঠা মেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া রাইফেল ক্লাবে নারী বিভাগের ব্যবস্থাপনায় বাংলার ঐতিহ্যবাহী নবান্ন উৎসব উপলক্ষে পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় এ পিঠা মেলার আযোজন করা হয়।



১১টি স্টলে সাজিয়ে রাখা হয় বাহারি পিঠা। এর মধ্যে পুলি, ভাপা, পাটিসাপটা, সাজসহ নানা ধরনের পিঠা দেখা যায়। মেলায় পিঠাপ্রেমীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

ক্লাব সদস্যরা ছাড়াও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসনের নারী কর্মকর্তাদেরও দেখা যায় এ মেলায়।

অনুষ্ঠানে রাইফেল ক্লাবের নারী বিভাগের সভানেত্রী শামীম আরার সভাপতিত্বে এদিন বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) শামীম ওসমান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাইফেল ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জাকারিয়া।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।