ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে অসহায় নারীদের মাঝে ছাগল বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
লক্ষ্মীপুরে অসহায় নারীদের মাঝে ছাগল বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে গ্রামীণ নারীদের কর্মজীবী ও স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার লক্ষে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ ও ছাগল বিতরণ করা হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার চর রুহিতা গ্রামে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) আয়োজনে বেসরকারি এনজিও সংস্থা সিডব্লিউডিএ অসহায়,দুস্থ নারীদের জন্য এ প্রশিক্ষণের আয়োজন করে।

 

উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবদুর রাজ্জাক।

সেখানে উপস্থিত ছিলেন- এনজিও সংস্থা সিডব্লিউডিএ নির্বাহী পরিচালক পারভিন হালিম, স্থানীয় ইউপি সদস্য মো. গোফরান হোসেন ও নারী নেত্রী মনোয়ারা কাসেম প্রমুখ।

ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষে ১০ প্রশিক্ষণার্থী অসহায় নারীর মাঝে ছাগল বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।