ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রায়পুরে পিঠা উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
রায়পুরে পিঠা উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরের প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজে পিঠা উৎসব ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া।

শনিবার (৩০ জানুয়ারি) কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ পিঠা উৎসবের আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসবে ৪০টি স্টলে ৬০ প্রকার দেশীয় পিঠা প্রদর্শন করা হয়।

বিকেলে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান প্রফেসর কাজী নুরুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড.সফিক আহমেদ সিদ্দিক।

বিশেষ অতিথি ছিলেন বিইউবিটি’র চেয়ারম্যান এএফএম সরওয়ার কামাল, সদস্য প্রফেসর সামছুল হুদা, প্রফেসর আবু সালেহ্, ঢাকা কমার্স কলেজ অধ্যক্ষ আবু সাঈদ, ঢাকা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মোস্তফা কামাল মজুমদার, লক্ষ্মীপুর অতিরিক্তি জেলা প্রসাশক কংকন চাকমা, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলম, সহকারী কমিশনার ভূমি মো. শামীম হোসেন।

সেখানে বক্তব্য রাখেন- রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, ডা. নুরুল ফেরদৌস ও কলেজ অধ্যক্ষ মো. নুরুল আমিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।