ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান শরীফ (৪৫) নামে এক ইতালি প্রবাসী নিহত হয়েছেন।

শনিবার (৩০ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার হামিরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



নিহত মিজানুর রহমান ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন শরীফের ছেলে। তিনি দীর্ঘ সাত বছর ধরে ইতালিতে বসবাস করছেন। ছুটিতে কিছুদিন আগে তিনি দেশে এসেছিলেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার বাংলানিউজকে জানান, মিজানুর রহমান তার সহযোগী বাবলু মাতুব্বরকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি থেকে ভাঙ্গা উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। এ সময় পিছনের দিক থেকে একটি পিকআপ মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে মিজানুর রহমান ঘটনাস্থলেই নিহত হন।

এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী বাবলু মাতুব্বর গুরুতর আহত হন। তাকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
আরকেবি/ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।