ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে দেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে দেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক দূরদর্শিতায় দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। সারাবিশ্বে বাংলাদেশের সুনাম ছড়িয়ে পড়ছে।


 
শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জের লাখাই উপজেলার এসি আর সি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
 
তিনি বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়ন ও জনসাধারণের সবধরনের নিরাপত্তা নিশ্চিত করেত সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে আধুনিক নগরায়নের সব সুবিধা আজ গ্রামীণ জনগোষ্ঠীর দ্বারপ্রান্তে।
 
দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও মানুষের জীবনমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলেই এ দেশ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে পরিণত হবে।
 
স্বরাষ্ট্রমন্ত্রী লাখাইয়ে ফায়ার সার্ভিস স্টেশন এবং প্রয়োজনীয় সংখ্যক পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের আশ্বাস দেন।
 
সভায় বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগ সভাপতি ও হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির।
 
লাখাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বামৈ ইউপি চেয়ারম্যান মাহফুজুল আলম মাহফুজের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক ও লাখাই উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ।
 
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট নীলাদ্রি শেখর পুর কায়স্থ টিটু, জেলা ছাত্রলীগ সভাপতি ডা. ইশতিয়াক রাজ চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, করাব ইউপি চেয়ারম্যান আব্দুল হাই কামাল প্রমুখ।
 
জনসভার আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল লাখাই উপজেলার স্বজন গ্রামে ২ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগ হবিগঞ্জের সার্বিক ব্যবস্থাপনায় নবনির্মিত পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন করেন।
 
এ সময় হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির, জেলা প্রশাসক সাবিনা আলম, বিভাগীয় পুলিশ পরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান ও লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।