ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নিহত ৫ পুলিশের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
নিহত ৫ পুলিশের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: বিভিন্ন সময় দায়িত্বপালনরত অবস্থায় নিহত ৫ পুলিশ সদস্যের পরিবারকে ৪০ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
সোমবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ে তিনি এসব সহায়তার চেক প্রদান করেন।


 
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।
 
সহায়তা প্রদানকালে নিহত পুলিশ সদস্যদের পরিবারের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এসময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
 
এসময় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, স্বরাষ্ট্র সচিব মোজাম্মেল হক খান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, পুলিশের আইজিপি একেএম শহিদুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
দায়িত্বপালনকালে নিহত ৫ পুলিশ সদস্য হলেন- পুলিশের সহকারী উপ-পরিদর্শক ইব্রাহিম মোল্লা, সহকারী উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম, কনস্টেবল মুকুল হোসাইন, কনস্টেবল বশির আহমেদ এবং কনস্টেবল সাবিনা ইয়াসমিন।
 
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
এমইউএম/জেডএস

** ১০ মার্চ দুর্যোগ প্রস্তুতি দিবস পালনের সিদ্ধান্ত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।