ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ভারতে পাচার হওয়া ৫ বাংলাদেশিকে হস্তান্তর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
ভারতে পাচার হওয়া ৫ বাংলাদেশিকে হস্তান্তর

বেনাপোল (যশোর): তিন বছর আগে ভারতে পাচার হওয়া পাঁচ বাংলাদেশি নারী-শিশুকে উদ্ধারের পর হস্তান্তর করা হয়েছে।

সোমবার (০১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় স্বদেশ প্রত্যাবর্তন আইনে ভারতের পেট্রাপোল ক্যাম্পের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে সোপর্দ করে।

সেখান থেকে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির কর্মকর্তারা তাদের গ্রহণ করে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশে।

ফেরত আসা বাংলাদেশিরা হলেন-বাগেরহাটের মড়েলগঞ্জ উপজেলার পুতুল বেগম (১৮), শিশু তানিয়া আক্তার (০৪), মাসুদা বেগম (৪৫), হুসিয়া শেখ (৫০) ও সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সাবিয়া খাতুন (১৬)।  

২৬ ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল্লাহীল ওয়াফি বাংলানিউজকে জানান, হস্তান্তরকৃতদের এনজিও সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। পরবর্তীতে তারা অবিভাবকদের কাছে পৌঁছে দেবে।

এনজিও সংস্থা বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট নাসিমা আক্তার বাংলানিউজকে বলেন, অভাবী পরিবারের সরলতার সুযোগ নিয়ে পাচারকারীরা তাদের ভালো কাজ দেওয়ার নাম করে সীমান্ত পথে ভারতে নিয়ে যায়। পরে বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত করার চেষ্টা চালায়। খবর পেয়ে ভারতীয় পুলিশ তাদের উদ্ধার করে আদালতে পাঠায়। সেখান থেকে হাওড়ার নিলুয়া হোম সেন্টার নামে একটি এনজিও সংস্থা তাদের সেখান থেকে বের করে নিজেদের শেল্টার হোমে রাখে।

পরে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগের মাধ্যমে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের ফেরত পাঠায়।

এ সময় তিনি আরো বলেন, ফেরত আসা নারীদের অভিভাবকরা যদি পাচারকারীদের শনাক্ত করে মামলা করতে চাই তাহলে আইনি সহয়তা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।