ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ভালুকায় বাস উল্টে চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
ভালুকায় বাস উল্টে চালক নিহত

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী বাস উল্টে বাবু (৩০) নামে এক বাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন।



সোমবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ভালুকা উপজেলার মেহরাবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত বাবু শেরপুর জেলার হাড়জোড়া গ্রামের বাসিন্দা। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বাংলানিউজকে বিষয়টি জানান।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্র জানায়, গাজীপুরের মাওনা থেকে ভালুকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে পড়ে।

এ সময় ঘটনাস্থলেই বাস চালক মারা যান। আহত ১৫ জনের মধ্যে ১১ জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ৪ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
বিএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।