ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

স্পিকারের সঙ্গে ভুটানের প্রতিনিধিদলের সাক্ষা‍ৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
স্পিকারের সঙ্গে ভুটানের প্রতিনিধিদলের সাক্ষা‍ৎ ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভুটানের সংসদীয় প্রতিনিধিদল।

সোমবার (০১ ফেব্রুয়ারি) স্পিকারের সংসদ কার্যালয়ে ভুটানের ন্যাশনাল অ্যাসেম্বিলির স্পিকার লিয়নপো জিগমে জেংপোর নেতৃত্বে চার সদস্যের সংসদীয় প্রতিনিধিদল এ সৌজন্য সাক্ষা‍ৎ করে।



প্রতিনিধি দলে অন্যদের মধ্যে রিনজির দর্জি এমপি, জ্যাংলে ডুকপা এমপি, ভুটানের ন্যাশনাল অ্যাসেম্বিলির সেক্রেটারি জেনারেল সঞ্জয় দুবে ও বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত পেমা সোডেন উপস্থিত ছিলেন।  

সাক্ষাতকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বলেন, দক্ষিণ এশীয় স্পিকারর্স ফোরাম আমাদের একটি শিশু সংগঠন। এ সংগঠনকে শক্তিশালী করতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে আমাদের সবাইকে অগ্রাধিকার ক্ষেত্রগুলো চিহ্নিত করে সমন্বিত উদ্যোগের মাধ্যমে তা বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, এসডিজি বাস্তবায়নে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) আমাদের সহযোগিতা করবে। কিন্তু মূল কাজটি আমাদের নিজেদেরই করতে হবে।

এ সময় তারা দু’দেশের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন। এছাড়া, তারা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

শিরীন শারমিন বলেন, ভুটান বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম রাষ্ট্র। বাংলাদেশের বিভিন্ন আর্থ-সামজিক ও রাজনৈতিক ইস্যুতে ভুটান সব সময় বাংলাদেশের পাশে রয়েছে।

বাংলাদেশের সংসদীয় কার্যক্রম সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিতও করেন তিনি।  

সংসদ ও সংসদীয় পদ্ধতি নিয়ে মতবিনিময়কালে স্পিকার বলেন, বাংলাদেশ সব সময় আন্তঃসংসদীয় সম্পর্ককে গুরুত্ব দেয় এবং বিশ্বের বিভিন্ন দেশের পার্লামেন্টের সঙ্গে পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে প্রয়াস চালিয়ে যাচ্ছে।

ভুটানের সংসদীয় কার্যক্রম সম্পর্কে স্পিকারকে অবহিত করে লিয়নপো জিগমে জেংপো বলেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক  চমৎকার। ভবিষ্যতে এ সম্পর্ক আরও সম্প্রসারিত হবে এবং ভুটানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ভুটান বাংলাদেশের পাশে থাকবে।

দু’দেশের সংসদীয় প্রতিনিধি সফরের মাধ্যমে পার্লামেন্ট ও সংসদ-সদস্যদের মধ্যে সম্পর্ক আরও নিবিড় হবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
এসএম/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।