ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বর্ণমালার মিছিলে ফেব্রুয়ারি বরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
বর্ণমালার মিছিলে ফেব্রুয়ারি বরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: রক্তে অর্জিত বর্ণমালার মিছিলে ভাষার মাস ফেব্রুয়ারিকে বরণ করেছে সিলেটের সাংস্কৃতিক সংগঠন সম্মিলিত নাট্য পরিষদ।

সোমবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এ মিছিলটি শুরু হয়।

পরে তা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশ ও বাঙালির চেতনা নিয়ে পরিবেশিত হয় বাহান্ন জন নৃত্যশিল্পীর পরিবেশনায় ছন্দ নৃত্যালয়ের দেশাত্ববোধক নৃত্য।

সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের সঞ্চালনায় ভাষা সৈনিক অধ্যাপক মো. আব্দুল আজিজ বর্ণমালার মিছিলের উদ্বোধন করেন।

পরে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন- নাট্য পরিষদের সভাপতি অনুপ কুমার দেব।

বক্তব্য দেন-মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ডার ও সম্মিলিত নাট্য পরিষদের সাবেক পরিচালক ভবতোষ রায় বর্মণ রানা, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শহীদ মোহাম্মদ সাইদুল হক, জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমেদ সেলিম প্রমুখ।

অনুষ্ঠান শেষে ফেব্রুয়ারি মাসে নাট্য পরিষদের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
এএএনএ/এমএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।