ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

স্কুলছাত্রীকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে তরুণ শ্রীঘরে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
স্কুলছাত্রীকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে তরুণ শ্রীঘরে

যশোর: যশোরের কেশবপুর উপজেলায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মেহেদী হাসান (১৮) নামে এক কিশোরকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ  আদালত।

সোমবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শরীফ রায়হান কবীর এ সাজার নির্দেশ দেন।



দণ্ডপ্রাপ্ত মেহেদী হাসান কেশবপুর পৌর এলাকার বালিয়াডাঙ্গা গ্রামের আবু দাউদ গাজীর ছেলে।

ইউএনও শরীফ রায়হান কবির বাংলানিউজকে বলেন, কেশবপুর পাইলট স্কুলের নবম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে মেহেদী হাসান উত্ত্যক্ত করতেন। সোমবার মেয়েটিকে কুপ্রস্তাব দেওয়ায় সে প্রতিবাদ করলে ওই বখাটে তাকে শ্লীলতাহানির চেষ্টা করেন।

পরে মেয়েটি ইউএনও কার্যালয়ে লিখিত অভিযোগ করায় দুপুরে পুলিশ মেহেদীকে আটক করে। বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে, মেয়েটির ভাই জানান, ইউএনও কার্যালয়ে অভিযোগ করায় মেহেদীর বন্ধুরা তাদের বাড়িতে হামলা ও তাকে মারধর করেছে। এতে তারা আতঙ্কে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।