ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

প্রস্তুত হচ্ছে ময়মনসিংহ ডিআইজি কার্যালয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
প্রস্তুত হচ্ছে ময়মনসিংহ ডিআইজি কার্যালয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: নবগঠিত ময়মনসিংহ বিভাগে প্রস্তুত হচ্ছে পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) কার্যালয়।

নতুন বিভাগের ডিআইজি হিসেবে পুলিশ সদর দফতরের উপ-মহাপরিদর্শক (অপারেশন) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন দায়িত্ব পেয়েছেন।



ডিআইজির অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য ময়মনসিংহ জেলা পরিষদের ৩ নম্বর ভবনের নিচ তলাকে প্রস্তুত করা হচ্ছে।

সোমবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মঈনুল হক এ সংস্কার কাজ পরিদর্শন করেছেন। ভবনটির নিচতলায় মাসখানেক ধরে সংস্কার কাজ চলছে বলে জানায় সংশ্লিষ্টরা।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূর আলম, সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুর রশিদ, কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ভবনের সংস্কার কাজের তদারকি করছেন পুলিশ সুপার কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।

তিনি জানান, এ অফিসের জন্য নয়টি কক্ষের সংস্কার কাজ চলছে। এছাড়া আরও একটি কক্ষকে তৈরি করা হচ্ছে। এখন টাইলস, টয়লেট,  স্যানেটারি ও বিদ্যুত সংযোগের কাজ চলছে।

শিগগির সংস্কার কাজ শেষ হবে বলেও জানান এসআই সা‌ইফুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬/আপডেট: ১৮৩০ ঘণ্টা
এমএ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।