ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহতের ঘটনায় গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহতের ঘটনায় গ্রেফতার ১ ছবি : প্রতীকী

রাজশাহী: সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে রাজশাহীর বাগমারায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হওয়ার ঘটনায় নজরুল ইসলাম নামে একব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি বাংলানিউজকে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাগমারা থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবুল কালাম আজাদ।



এ হত্যা মামলার আসামিরা হলেন-নিহতের ছোট ভাই আশরাফুল ও তার ছেলে মেজবাহ উদ্দিন, প্রতিবেশী নজরুল ইসলামসহ আরও ছয়জন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার (৩১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ছয়জনকে আসামি করে থানায় মামলা করেন নিহতের ছেলে আবু সালেহ মোস্তাফিজুর রহমান।

বাগমারায় বড় ভাই শামসুল হকের সঙ্গে ছোট ভাই আশরাফুলের সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। শনিবার (৩১ জানুয়ারি) বিরোধপূর্ণ জমিতে বাঁশ কাটাকে কেন্দ্র করে শামসুল হকের সঙ্গে আশরাফুলের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে শামসুল হকের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন আশরাফুল ও তার ছেলে মেজবাহ উদ্দিন। এতে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। পরের দিন রোববার সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শামসুল হক মারা যান।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
এসএস/আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।