ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ক্ষতিগ্রস্ত রাস্তার তালিকা চাইলেন মন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
ক্ষতিগ্রস্ত রাস্তার তালিকা চাইলেন মন্ত্রী

জাতীয় সংসদ ভবন থেকে: প্রত্যেক সংসদ সদস্যের (এমপি) নিজ এলাকার ক্ষতিগ্রস্ত রাস্তার তালিকা চেয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, সেই তালিকা পেলে বর্ষা মৌসুমের আগেই ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করা হবে, এসব রাস্তা যানচলাচলের উপযোগী করা হবে।



সোমবার (০১ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে সরকার দলীয় সংসদ সদস মো. নোমানের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

একই প্রশ্ন আরও একাধিক সংসদ সদস্য করার পর মন্ত্রী তাদের একই জবাব দেন।

ওবায়দুল কাদের বলেন, বর্ষা মৌসুমের আগেই সব ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার (মেরামত) করা হবে। যেসব রাস্তা যান চলাচলের অনুপোযী আছে, সেগুলো যানচলাচলের উপযোগী করা হবে। এজন্য সংসদ সদস্যদের কাছে থেকে তালিকা চাই। আপনারা তালিকা দিলে আমরা কাজ করতে পারবো।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
এসএম/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।