ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মুচলেকায় মুক্ত পাকিস্তান হাইকমিশন কর্মী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
মুচলেকায় মুক্ত পাকিস্তান হাইকমিশন কর্মী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর গুলশান এলাকা থেকে আটক পাকিস্তান হাইকমিশনের সন্দেহভাজন কর্মী আবরার ছেড়ে দিয়েছে পুলিশ। হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি জামিল আক্তার খান তাকে মুচলেকা দিয়ে নিয়ে গেছেন।

সঙ্গে আব্রাহামের ব্যবহৃত মোটরসাইকেলও (ঢাকা- মেট্রো হ ৩৯-৮২৪৭) ছাড়িয়ে নিয়েছেন তিনি।

সোমবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আব্রাহামকে ছেড়ে দেওয়া হয়। এর আগে, ডিবি পুলিশের একটি দল সকাল ১১টার দিকে গুলশান পার্কের পশ্চিম পাশ থেকে তাকে আটক করে। এরপর আব্রাহামকে গুলশান থানায় রাখা হয়। পরে করা হয় জিজ্ঞাসাবাদ।

আবরার আহমেদ খান ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের ইনফরমেশন সেক্রেটারির একান্ত সহকারী (পিএস) বলে প্রাথমিকভাবে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
এসজেএ/আইএ/জেডএম

** পাকিস্তান হাইকমিশন কর্মী আটক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।