ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফেনী জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের সাক্ষা‍ৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
ফেনী জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের সাক্ষা‍ৎ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীর নবাগত জেলা প্রশাসক মো. আমিন উল আহসানের সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করেছেন ফেনী প্রেসক্লাবের সদস্যরা।

সোমবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাৎ করেন সাংবাদিকেরা।



সাংবাদিক প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন, ফেনী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আত্তার।
 
পরে জেলা প্রশাসককে ফুল ও বাংলানিউজ টোয়েন্টিফোরডটকমের প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ সংখ্যা উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় জেলা প্রশাসক ফেনীর সমস্যা ও সম্ভাবনার বিষয়য়গুলো আরো গুরুত্বসহকারে বাংলানিউজ পাঠকের সামনে তুলে ধরবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।