ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সেনবাগে ৩ বেকারিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
সেনবাগে ৩ বেকারিকে জরিমানা

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার সাহাপুর এলাকায় অভিযান চালিয়ে নিরাপদ খাদ্য আইন ও বিএসটিআই’র অনুমোদন না থাকায় তিন বেকারিকে ২৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান ছিদ্দিক এ জরিমানা করেন।



বেকারিগুলোর মধ্যে আবুল কালামের স্টার বেকারিকে ১০ হাজার টাকা, শিপনের বিসমিল্লাহ বেকারিকে ১০ হাজার ও আনিছুর রহমানের বেকারিকে চার হাজার টাকা।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বাংলানিউজকে জানান, নিরাপদ খাদ্য আইন ও বিএসটিআই অনুমোদন না থাকায় তিন বেকারিকে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।