ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বিআরটিসিকে বেসরকারি খাতে দেওয়ার দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
বিআরটিসিকে বেসরকারি খাতে দেওয়ার দাবি

জাতীয় সংসদ ভবন থেকে: বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) অবস্থা খুবই খারাপ, কোনক্রমে তাকে বাঁচিয়ে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিম। বেহাল দশা থেকে রেহাই দিতে বিআরটিসিকে কোনো প্রাইভেট সংস্থার অধীনে দেওয়ার আহ্বান করেন তিনি।


 
সোমবার (০১ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
 
হাজী সেলিম বলেন, কোমরভাঙা সরকারি পরিবহন ব্যবস্থা অত্যন্ত বেহাল অবস্থায় আছে। একদিকে মানুষের দুভোর্গ, অন্যদিকে বিআরটিসি বাস কিনে ডাস্টবিনে  ফেলে দিচ্ছে। রাজধানীর গণপরিবহন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে গেছে।
 
পুরো নগরবাসীসহ ছাত্র-ছাত্রী, শিক্ষক, ব্যবসায়ী কেউ এই করুণ অবস্থার ভোগান্তির বাইরে নয়। পরিস্থিতি এতই খারাপ হয়েছে যে-দীর্ঘ সময় অপেক্ষা করার পর লক্কর-ঝক্কর গাড়ি পাওয়া যায়। তারপরও সেখানে বাদুড় ঝোলা বা মুরগির খাঁচার মতো দশা হয়- উল্লেখ করেন হাজী সেলিম।
 
তিনি আরও বলেন, দুঃখজনক ঘটনা সরকারি প্রতিষ্ঠান বিআরটিসির গাড়িগুলো কঠিন রোগে আক্রান্ত। সরকার ৫০টি বিলাসবহুল ভলভো দ্বিতল বাস কিনেছিল। সেগুলো ঢাক-ঢোল পিটিয়ে উদ্ধোধনও করা হয়েছিল। কিন্তু এই ৫০টির মধ্যে এখন ৪৮টিই নষ্ট। তাছাড়া ৫০ জোড়া বাসের মধ্যে ১৪টি সম্পূর্ণ নষ্ট। ১৬টি ধুঁকেধুঁকে কোনমতে দম নিয়ে চলছে। আরও ৪শ’ বাস অকেজো বা প্রায় নষ্ট।
 
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
এসএম/এমজেএফ/

** মে মাসে ঢাকা-চট্টগ্রাম ফোর লেনের উদ্বোধন
** সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি সংসদে
** ক্ষতিগ্রস্ত রাস্তার তালিকা চাইলেন মন্ত্রী
** পরিবার প্রতি গাড়ির সংখ্যা নির্ধারণের প্রস্তাব

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।