ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
মৌলভীবাজারে যুবকের মরদেহ উদ্ধার

মৌলভীবাজার: মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান রোডের পাশে একটি বাসা থেকে ঝন্টু পাল (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে দিপক কান্তি গোস্বামীর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঝন্টু পাল কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মির্জানগর গ্রামের মৃত নিরমল পালের ছেলে।

বাসার মালিক দিপক কান্তি গোস্বামী বাংলানিউজকে বলেন, ঝন্টু র্দীঘদিন ধরে আমার বাসার নিচে চা বিক্রি করে আসছিলো। সন্ধ্যায় তার রুমে হঠাৎ ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে স্থানীয় কাউন্সিলরকে খবর দিলে তিনি পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মৌলভীবাজার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল  মালিক বাংলানিউজকে জানান, এটা হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর জানান যাবে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।