ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

স্টিয়ারিং ধরলেই পথের রাজা ড্রাইভার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
স্টিয়ারিং ধরলেই পথের রাজা ড্রাইভার

জাতীয় সংসদ ভবন থেকে: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ড্রাইভাররা স্টিয়ারিং ধরেই বেপরোয়া হয়ে ফ্রি-স্টাইলে ড্রাইভিং করে। তারা পথের রাজা হয়ে যায়, তারা কোনো নিয়ম-শৃঙ্খলা মানতে চায় না।


 
সোমবার (০১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে দিনাজপুর-৬ আসনের সরকার দলীয় সংসদ সদস্য শিবলী সাদিকের সম্পূরক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
 
ওবায়দুল কাদের বলেন, রংপুর থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকা- এখানে রাস্তার কোনো ইঞ্জিনিয়ারিং প্রবলেম নেই। প্রথমেই আমার দেখা উচিত, ইঞ্জিনিয়ারিং প্রবলেম আছে কি না। সেকেন্ড হচ্ছে, এনফোর্সমেন্টের প্রবলেম। এই প্রবলেমটাও অনেক সময় বিঘ্নিত হয়। যেমন, এখন ঘন কুয়াশার কারণে কোথাও কোথাও দুর্ঘটনা হচ্ছে।
 
মন্ত্রী বলেন, তিনি (সংসদ সদস্য) যে প্রশ্নটি করেছেন, আমরা ১৪৪টি ব্ল্যাক স্পটকে অলরেডি ১৬৫ কোটি টাকায় অ্যাড্রেস এবং ফিক্সড করার জন্য বেশিরভাগ কাজ সম্পূর্ণ করেছি। ফোর লেন সমাধান নয়। ফোর লেন করলেই যে দুর্ঘটনা কমে যাবে, তাও নয়। এজন্য আসলে মন-মানসিকতা প্রয়োজন।
 
দুর্ঘটনার কারণ উল্লেখ করে মন্ত্রী বলেন, ড্রাইভারদের আরও বেশি মনোযোগী হতে হবে। তাদের আরও বেশি ট্রেনিং দরকার। ড্রাইভাররা অনেক সময় স্টিয়ারিং ধরেই পথের রাজা হয়ে যায়, তারা কোন নিয়ম শৃঙ্খলা মানতে চায় না। তারা বেপরোয়া ফ্রি-স্টাইল ড্রাইভিং করে। এ ব্যাপারে আমরা মালিক-শ্রমিকসহ স্টেক হোল্ডারদের নিয়ে ঘন ঘন বৈঠক করছি। পাশাপাশি প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার ব্যবস্থা নিচ্ছি।
 
বঙ্গবন্ধু সেতু থেকে রংপুর হয়ে বুড়িমারি পর্যন্ত এই রাস্তাটির ফিজিবিলিটি স্টাডি (সম্ভাব্যতা যাচাই) সম্পন্ন হয়েছে। এই রাস্তাটি আমরা পর্যায়ক্রমে ফোর লেনে উন্নীত করার পরিকল্পনা আছে সরকারের।
 
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।