ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চুনারুঘাটে ট্রাক চাপায় অটোরিকশা যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
চুনারুঘাটে ট্রাক চাপায় অটোরিকশা যাত্রী নিহত

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওরগাছ এলাকায় ট্রাকের চাপায় আব্দুস শহীদ ওরপে সৈদা মিয়া (৫৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন।



সোমবার (০১ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টায় চুনারুঘাট-চান্দপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৈদা মিয়া চুনারুঘাট উপজেলার ইনাতাবাদ গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন, উপজেলার চান্দপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে অটোরিকশা চালক হারুন মিয়া (৪০) ও একই গ্রামের অলি উল্লাহর ছেলে অটোরিকশা যাত্রী তারা মিয়া (৪৫)। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, রাত পৌনে ৮টার দিকে ওই অটোরিকশা ৫ জন যাত্রী নিয়ে চান্দপুর থেকে চুনারুঘাট পৌর শহরে যাচ্ছিল। পথে দেওরগাছ এলাকার বাহাদুর খা সর্দারবাড়ির কাছে চুনারুঘাট থেকে চান্দপুরগামী অতিরিক্ত বালুবোঝাই একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে  ঘটনাস্থলেই সৈদা মিয়া নিহত হন।

স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় অটোরিকশা চালক হারুন ও যাত্রী তারা মিয়াকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে থেকে তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী বাংলানিউজকে জানান, ঘটনার পরপরই স্থানীয় জনতা চান্দপুর বাজার এলাকা থেকে চালকসহ ট্রাকটি আটক করেছে।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।