ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
মানিকগঞ্জে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন ছবি : প্রতীকী

মানিকগঞ্জ: ধর্ষণ ও হত্যা মামলায় মানিকগঞ্জে দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও এক লাখ টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
 
সোমবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাছিনা রৌশন জাহান এ রায় প্রদান করেন।

 
 
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- শিবালয় উপজেলার নয়াকান্দি গ্রামের পরাণ হালদার ও সুমন শেখ। রায়ের সময় পরান হালদার উপস্থিত ছিলেন। সুমন শেখ পলাতক রয়েছেন।
 
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৬ সালের ৫ নভেম্বর নয়াকান্দি গ্রামের সেবা রানী হালদারকে আসামিরা ধর্ষণের পর হত্যা করে। এ ঘটনায় রানী হালদারের বাবা ধীরেন হালদার পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন।
 
মামলায় সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে পরাণ হালদার ও সুমন শেখকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও এক লাখ টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে।   বাকি তিন আসামি রতন হালদার, নিতিশ হালদার ও অজিত হালদারকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬    
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।