ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাল্য বিয়ের আয়োজন করায় কনের বাবা-মাতুব্বরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
বাল্য বিয়ের আয়োজন করায় কনের বাবা-মাতুব্বরের কারাদণ্ড

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার শানঘাট গ্রামে বাল্য বিয়ের আয়োজন করার অপরাধে কনের বাবা ও গ্রাম্য মাতুব্বরকে ২৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (পহেলা ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কনের বাড়িতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান এ দণ্ডাদেশ দেন।



দণ্ডপ্রাপ্তরা হলেন কনের বাবা শানঘাট গ্রামের মনির হোসেন (৪৫) এবং ওই গ্রামের মাতুব্বর আব্দুল আজিজ (৫০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানায়, মনির হোসেনের মেয়ে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীর বিয়ের আয়োজন করার খবর পেয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বরযাত্রীরা পালিয়ে যায়।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক বাল্য বিবাহ নিরোধ আইনে তাদের দোষী সাব্যস্ত করে ২৫ দিন করে কারাদণ্ড ও ১ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৫ দিনের কারাদণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ০৩৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।